গত ৭ জানুয়ারি
সকালে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা দেন তাহসান খান- রোজা আহমেদ। নতুন বছরের শুরুতেই
বিয়ে করে 'টক অব দ্য কান্ট্রি' তে পরিণত হন এই নবদম্পতি। এখন নীল সাগরের ধারে মধুর
সময় কাটাতে ব্যস্ত তারা।
গতকাল (১২
জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোজা আহমেদ তাদের হানিমুনের চমৎকার কিছু ছবি
ও ভিডিও শেয়ার করেছেন। ছবি ও ভিডিওগুলোতে তাদের চোখে-মুখে স্পষ্ট মিষ্টিমধুর রোমান্টিকতার ছাপ। সময়টা এখন তাদেরই।
ছবিতে দেখা
যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে লাল গাউনে সাগরের ধার থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে
রোজা; মুহূর্তেই 'প্রিন্সেস রূপে' স্ত্রীকে ক্যামেরাবন্দি করতে ভুল করেননি তাহসান খান।
দু'জনই ম্যাচিং
করে লাল পরেছিলেন। লাল শার্টে স্ত্রীকে আগলে একটি সেলফি তোলেন তাহসান। সেই
পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা
যেমন শক্তিশালী, তেমন স্বর্গীয়।’
পোস্টটি পাব্লিশ
করার সাথে সাথেই ভক্ত-অনুরাগীদের ভালবাসায় ভরে যায় কমেন্ট বক্স।
নওরিন জাহান
নামক এক ভক্ত কমেন্ট করেছেন, চাঁদের আলো।
রাফিয়া তানজিন
নামক আরেক ভক্ত লেখেন, প্রিয় দুই
মানুষ এক সাথে। অসম্ভব
সুন্দর হয়েছে ছবিগুলো।
এনায়া নামের
আরেক নেটিজেন কমেন্টে লেখেন, মাশাআল্লাহ অনেক
সুন্দর লাগছে ভালোবাসার ২ টা মানুষকে।
দোয়া করি এভাবেই ভালোথাকেন,সুখে থাকেন।
উল্লেখ্য
গত ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ।